ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
১২/৩, নিউ সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭।
ফোনঃ ০২-২২২২২২১৮৮৭, ০১৯৬৯৬১০৪২২, ওয়েব সাইটঃ www.drsimc.com
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এবং বিএমএন্ডডিসি কারিকুলাম অনুযায়ী পরিচালিত)
২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস (১১তম ব্যাচ) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত ০১/০৪/২০২২ইং তারিখের লিখিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে সকল ছাত্র/ছাত্রী লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ (চল্লিশ) নম্বর পেয়ে পাস করেছেন তাহাদের মধ্য হইতে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হইতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হইতে আবেদন পত্র আহবান করা যাইতেছে।
- আবেদনকারীদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী ভর্তির তালিকা প্রকাশ করা হইবে।
- মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য কেন্দ্রীয় পরীক্ষায় নির্বাচিতদের মধ্য হইতে পৃথক ভাবে আবেদন করিতে হইবে এবং বিধি মোতাবেক মেধার ভিত্তিতে সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ দেয়া হইবে।
- অসচ্ছল ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য ৫% আসনে ভর্তির সুযোগ থাকিবে।
- বিদেশী ছাত্র/ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদন পত্রের সাথে প্রদেয় প্রয়োজনীয় কাগজ পত্র:
- ১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত লিখিত পরীক্ষার এডমিট কার্ড ও মেরিট স্কোরের সত্যায়িত অনুলিপি ।
- ২) এসএসসি, এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মার্কসীট/ট্রান্সক্রিপ্ট, পরীক্ষা পাসের সনদপত্র/প্রসংশা পত্রের অনুলিপি।
(ও এবং এ লেভেল এর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সমমানের সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি)। - ৩) ০৪(চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ও ফরম ক্রয়ের মানি রশিদের ফটোকপি।
(সংযুক্ত ছবি ও প্রবেশ পত্রে লাগানো ছবির সাথে তার বর্তমান প্রদত্ত ছবি একই হতে হবে)। - ৪) সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্রের ফটোকপি।
আবেদন ফরম সংগ্রহ ও জমাদান :
২১ জুন ২০২২ইং হইতে ০৩ জুলাই ২০২২ইং (প্রতিদিন সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত)।
ফলাফল প্রকাশ : ০৭ জুলাই ২০২২ইং
ভর্তির কার্যক্রম:
ক) ছাত্র-ছাত্রী ভর্তি শুরু : ১৪ জুলাই ২০২২ইং হইতে ২৮ জুলাই ২০২২ইং পর্যন্ত (প্রতিদিন সকাল ৮ থেকে বিকাল ৩ টা )।
খ) আবেদন ফরম ফি (প্রসপেক্টাস সহ) : ১,০০০/- (এক হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য)।
গ) ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যাবলীর জন্য ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অফিস কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
ঘ) বিদেশী ছাত্র/ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদন ফরম প্রাপ্তি ও জমাদান স্থান : ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অফিস, ১২/৩, নিউ সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭।
এছাড়া কলেজের ওয়েব সাইট এর Online FORM and Payment থেকেও ফরম ডাউনলোড করে লিগেল সাইজ (৮.৫” x ১৪”) পেপারে প্রিন্ট করে পূরণকৃত ফরম কলেজের অফিসে অথবা অনলাইনে জমা দেয়া যাবে। সেক্ষেত্রে কলেজে ফরম ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা মাত্র জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করে উক্ত মানি রিসিটের ফটোকপি পূরণকৃত ফরম এর সাথে জমা দিতে হবে।
কলেজের বৈশিষ্ষ্ট্য: ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নিজস্ব ক্যাম্পাসে অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসক মন্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত সাউন্ড সিস্টেম সম্বলিত লেকচার গ্যালারী, আধুনিক ল্যাব, টিউটোরিয়াল ক্লাস, মিউজিয়াম, ডিসেকশন হল, জার্নাল ও ইন্টারনেট সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক লাইব্রেরী এবং ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধার ব্যবস্থা।
—অধ্যাপক ডা. এম. এ. আজিজ
—————–অধ্যক্ষ
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
Dr.SIMC Admission Circular MBBS session 2021-2022 (Batch-11) in Bangla (PDF)